ফ্রীল্যান্সিং টিপসঃ লেখালেখি করে আয়
অনলাইনে ও অফলাইনে লেখালেখি করে আয় করার অসংখ্য উপায় রয়েছে! আপনি যদি ভালো লিখতে পারেন, কাজের অভাব হবে না! নিচে অনলাইন ও অফলাইনের কিছু মাধ্যম দেওয়া হলো-
অফলাইন
- ভালো লিখতে পারলে আপনি বিভিন্ন পত্রিকায় ফিচার লিখে কিংবা ফুল টাইম সাংবাদিকতার মাধ্যমে আয় করতে পারেন!
- যেকোনো বিষয়ে ভালো লিখতে পারলে বই প্রকাশ করে আয় করতে পারেন!
- নিজে যেকোনো টপিকে মাসিক পত্রিকা সম্পাদনা করতে পারেন। যেমন- সাহিত্য পত্রিকা, বিজ্ঞান পত্রিকা, গল্প পত্রিকা ইত্যাদি।
- বিভিন্ন প্রকাশনীতে সম্পাদক, প্রুফ রিডার ও একাডেমিক রাইটার হিসেবে কাজ করতে পারেন!
অনলাইন
- অনলাইনেও আপনি বিভিন্ন নিউজ পোর্টালে লিখে আয় করতে পারেন! অনেক অনলাইন পোর্টাল মাসিক বেতন দিয়ে নিউজ রাইটার হায়ার করে।
- আপনি চাইলে নিজেও একটা নিউজ পোর্টাল বা নিশ ব্লগ খুলে কাজ করতে পারেন! পোর্টাল ডেইলি নিউজ বেইজও হতে পারে! আবার নির্দিষ্ট টপিকের উপরও হতে পারে! যেমন- বিজ্ঞান নিউজ , গল্পীয়ান , নিউক্যালি নিউজ , ইন্সপিরেটা , প্রিয় , জাগো নিউজ ।
- আপনি যদি বাংলা ও ইংরেজিতে এসইও ফ্রেন্ডলি ফিচার কন্টেন্ট লিখতে পারেন, তাহলে দেশি বিদেশি অনেক সাইটে লিখে আয় করতে পারবেন! দেশি বিদেশি অনেক সাইট বেশ ভালো টাকা দিয়ে কন্টেন্ট রাইটার হায়ার করে। যেমন- বাংলা হাব, বোনব্রোথ রেসিপি, আই-রাইটার । এ ছাড়া কাজ খোঁজার জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তো আছেই!
- আপনি কোনো টপিকে এক্সপার্ট হলে, সেই বিষয় ব্লগিং শুরু করতে পারেন! নিজের ব্লগে লিখে ভালো অংকের টাকা আয় করতে পারেন! আপনি বাংলা ইংরেজি যেকোনো ভাষায় ব্লগিং শুরু করতে পারেন! [বাংলায় ব্লগ লিখেও কীভাবে সফল হওয়া যায় এবং ভালো এমাউন্ট আয় করা যায়, সেটা জানতে বিস্তারিত পড়ুন: ব্লগিং করে আয় করা কি আসলেই সম্ভব? ]
- আপনি চাইলে ই-বুক লিখে বিভিন্ন ই-বুক মার্কেটপ্লেসে সেল দিয়েও টাকা আয় করতে পারেন!
এগুলো ছিল, লেখালেখি করে আয় করার বেশ কিছু জনপ্রিয় উপায়! এ ছাড়াও আরও অনেক উপায় আছে, একটু ঘাঁটাঘাটি করলে জেনে যাবেন!